জিপি ইন্টারনেট অফার ২০২৫ মেয়াদ ৩০ দিন

জিপি ইন্টারনেট অফার ২০২৫ লিস্টে থাকা ৩০ দিন মেয়াদ সকল প্যাক সম্পর্কে জানতে পারবেন এই পোস্টে। গ্রামীণফোন সিম ব্যবহারকারীদের সঠিক জিপি ইন্টারনেট অফার ৩০ দিন প্যাক সম্পর্কে জানা জরুরী। কেননা সঠিক জিপি মিনিট প্যাক ব্যাবহার বাছাই না করতে পারলে আপনার মাসিক মোবাইল খরচ বেড়ে যাবে। 

যে সকল গ্রাহক একটি নতুন জিপি সিম কিনতে যাচ্ছে তাদের জিপি ইন্টারনেট অফার, জিপি বান্ডেল অফার এবং জিপি মিনিট অফার সম্পর্কে জানা আবশ্যক।

আজকের ব্লগে জিপি ইন্টারনেট অফার 30 দিন কিভাবে কম দামে কিনতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে পাবেন। এছাড়াও গ্রামীণফোন তাদের ইন্টারনেট স্পিড বৃদ্ধি করেছে। 

এখন গ্রামীনফোন ইন্টারনেট অফার ২০২৫ লিস্টে 2 MBPS ইন্টারনেট স্পিড থেকে 15 MBPS ইন্টারনেট স্পিড প্রদান করা হচ্ছে। 

এই নিবন্ধে গ্রামীনফোনের পক্ষ থেকে সর্বশেষ প্রকাশিত গ্রামীন্রামীন ইন্টারনেট প্যাকেজ ৩০ দিন, ৭ দিন, ৩ দিন, ১ দিন এবং আনলিমিটেড ইন্টারনেট অফার সম্পর্কে ভিন্ন ভিন্ন সারণি তৈরি করা হবে। 

জিপি ইন্টারনেট অফার 30 দিন মেয়াদ ২০২৫ ( গ্রামীন এমবি অফার ৩০ দিনের লিস্ট ) 

ইন্টারনেটমূল্যমেয়াদ
২৫ জিবি৩৯৯ টাকা৩০ দিন
৩০ জিবি৪৯৯ টাকা ৩০ দিন
৪৫ জিবি৫৯৯ টাকা ৩০ দিন
৭০ জিবি৬৯৯ টাকা ৩০ দিন
১০০ জিবি ৭৯৮ টাকা ৩০ দিন
১৩০ জিবি৮৪৯ টাকা ৩০ দিন
আনলিমিটেড (10 Mbps)৮৯৯ টাকা ৩০ দিন
আনলিমিটেড (15 Mbps)৯৯৮ টাকা ৩০ দিন
জিপি ইন্টারনেট অফার ৩০ দিন মেয়াদ

আজকের জিপি ইন্টারনেট অফার ২০২৫

ইন্টারনেটআজকের মূল্যমেয়াদ
৭০ জিবি৬২০ টাকা৩০ দিন
১০০ জিবি৬৭০ টাকা৩০ দিন
১৩০ জিবি৭৩০ টাকা৩০ দিন
আনলিমিটেড (10 MBPs)৭৫০ টাকা৩০ দিন
আনলিমিটেড (15 MBPs)৮০০ টাকা ৩০ দিন
আজকের জিপি ইন্টারনেট অফার
গ্রামীন এমবি অফার ৩০ দিনের 2025

গ্রামীনফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ২০২৫

নতুন গ্রামীনফোন ইন্টারনেট অফার তালিকা দেখলে আপনি জানতে পারবেন গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য আনলিমিটেড ইন্টারনেট প্যাক নিয়ে এসেছি।  

উল্লেখ্য যে জিপি রিচার্জ ইন্টারনেট অফার এখন ১ দিন থেকে ৩০ দিন পর্যন্ত বিভিন্ন মূল্যে আনলিমিটেড ইন্টারনেট অফার প্রদান করছে। 

সেরা দামে সেরা ইন্টারনেট অফার ক্রয় করার জন্য আপনি দেশঅফার ডটকম ভিজিট করতে পারেন।

যদিও GP গ্রাহকরা সরাসরি রিচার্জ এর মাধ্যমে গ্রামীণফোন ইন্টারনেট অফার করতে পারেন। 

উল্লেখ্য সকল অফার জিপি রিচার্জ ইন্টারনেট অফার 30 দিনের প্যাক সমূহে মূল্য এবং ইন্টারনেটের পরিমাণ একক পরিবর্তন হয়ে থাকে সপ্তাহের বিভিন্ন সময়ে।

আনলিমিটেড ইন্টারনেটমূল্যমেয়াদ
15 MBPs৯৬ টাকা ২৪ ঘণ্টা
10 MBPs২৬৯ টাকা৭ দিন
10 MBPs৮৯৯ টাকা ৩০ দিন
15 MBPs৯৯৮ টাকা ৩০ দিন
জিপি আনলিমিটেড ইন্টারনেট প্যাক

জিপি ইন্টারনেট অফার ৭ দিন মেয়াদ ২০২

গ্রামীনফোন ইন্টারনেট অফার ২০২৫ লিস্টে থাকা এক সমূহের মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত প্যাক হচ্ছে ৭ দিন মেয়াদি অফার। 

সর্বশেষ প্রকাশিত জিপি নতুন ইন্টারনেট অফার লিস্ট থেকে আমরা ৭ টি ইন্টারনেট অফার সম্পর্কে জানতে পারি।

ইন্টারনেটমূল্যমেয়াদ
৫ জিবি১২৯ টাকা৭ দিন
৮ জিবি১৬৯ টাকা৭ দিন
১২ জিবি১৯৮ টাকা৭ দিন
২৫ জিবি২১৯ টাকা৭ দিন
৩৫ জিবি২৪৯ টাকা৭ দিন
আনলিমিটেড (10 Mbps)২৬৯ টাকা৭ দিন

গ্রামীন এমবি অফার ৩০ দিনের প্যাকেজ এর পাশাপাশি গ্রামীন এমবি অফার ৭ দিনের প্যাকেট সমূহ গ্রামীণফোন গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়। 

তবে GP ইন্টারনেট অফার ৭ দিন মেয়াদ প্যাক সমূহে খুব বেশি ডিসকাউন্ট পাওয়া যায় না। 

তবে যখনই গ্রামীণফোন ইন্টারনেট অফার সাত দিন মেয়াদ লিস্টে কোন অফারে বিশেষ ডিস্কাউন্ট থাকবে তা আমরা আপনাদের জানানোর চেষ্টা করব।

কমদামে জিপি ইন্টারনেট অফার ৩০ দিন মেয়াদ কিনতে Buy now বাটনে ক্লিক করুন।

গ্রামীনফোন জিপি প্রবাসী ইন্টারনেট প্যাক ২০২৫

মূল্য ইন্টারনেট প্যাকমেয়াদ
৯৯৪ টাকা বিদেশে ইনকামিং এসএমএস + দেশে ৩ জিবি ৩ বছর
১৪৯৪ টাকা
বিদেশে ইনকামিং এসএমএস + দেশে ৫ জিবি
৫ বছর

সর্বশেষ প্রকাশিত গ্রামীণফোন ইন্টারনেট অফার ২০২৪  লিস্টে গ্রাহকদের আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ যুক্ত করার পাশাপাশি জিপি প্রবাসী প্যাক প্রকাশ করা হয়েছে। 

জিপি আনলিমিটেড ইন্টারনেট প্যাককে জিপি লিমিটলেস ইন্টারনেট প্যাকেজ ও বলা হয়ে থাকে। 

গ্রামীনফোন জিপি প্রবাসী ইন্টারনেট প্যাক ২০২৫ লিস্টে বর্তমানে পরীক্ষামূলকভাবে দুইটি ইন্টারনেট অফার চালু করা হয়েছে। 

জিপি প্রবাসী প্যাক ইন্টারনেট অফারে বিদেশে ইনকামিং এসএমএস সুবিধা দেয়া হচ্ছে। 

  • জিপি ৯৯৪ টাকা রিচার্জে প্রবাসী ইন্টারনেট প্যাকেজ চালু হবে, মেয়াদ ৩ বছর। 
  • এবং জিপি ৪৯৪ টাকা রিচার্জ অফারে যে প্রবাসী প্র্যাকটি চালু হচ্ছে সেই প্রবাসী প্যাকের মেয়াদ ৫ বছর। 

অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একজন গ্রাহক চাইলেই পাঁচ বছর মেয়াদী জিবি প্রবাসী ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে পারেন। 

জিপি ইন্টারনেট প্যাকেজ ৩ দিন মেয়াদ ২০২৫

আপনারা যারা ছোট জিপি ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করতে চান তাদের জন্য রয়েছে ১ দিন থেকে ৩ দিন মেয়াদি এমবি অফার।

মূল্যইন্টারনেটমেয়াদ
১৯ টাকা৪৫০ এমবি১ দিন
৩৮ টাকা২ জিবি ১ দিন
৫৬ টাকা৫ জিবি১ দিন
৯৬ টাকাআনলিমিটেড (15 Mbps)১ দিন
৬৯ টাকা২ জিবি৩ দিন
৯৮ টাকা৫ জিবি ৩ দিন
১০৮ টাকা ৬ জিবি৩ দিন
১১৮ টাকা১৫ জিবি ৩ দিন
জিপি ইন্টারনেট প্যাকেজ ৩ দিন মেয়াদ

উপরোক্ত জিপি ইন্টারনেট অফার ৩ দিন মেয়াদ লিস্টে আমরা আপনাদের ৮টি ইন্টারনেট অফার সম্পর্কে জানিয়েছে।

যেখানে রয়েছে ১ দিন মেয়াদি ৪টি জিপি ইন্টারনেট প্যাকেজ, ৩ দিন মেয়াদে ৩টি ইন্টারনেট প্যাক এবং আনলিমিটেড মেয়াদে ১ ইন্টারনেট প্যাকেজ। 

গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ লিস্ট পর্যালোচনা করলে আমরা জানতে পারি গ্রামীনফোনে সব থেকে ছোট ইন্টারনেট প্যাকেজ এর মূল্য ১৯ টাকা এখন ১৯ টাকা রিচার্জে গ্রামীনফোনে মিনিট এবং ইন্টারনেট উভয় প্রকার অফার প্রদান করা হচ্ছে। 

তাই আপনি যদি জিপি ইন্টারনেট প্যাক ১ দিন মেয়াদ ব্যবহার করতে চান তাহলে অবশ্যই জিপি রিটেলারকে ১৯ টাকায় ৪৫০ এমবি অফারটি দিতে বলবেন। অন্যথায় আপনার মিনিট চলে আসবে। 

১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ

রেগুলার জিপি ইন্টারনেট প্যাকেজ ২০২৫ পোস্টে অনেকে কমেন্ট করে জানতে চান, ১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে।

প্রিয় জিপি সিম ব্যবহারকারী গ্রাহক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গ্রামীনফোনের পক্ষ থেকে প্রকাশ করা সর্বশেষ আপডেট অনুসারে গ্রামীণফোনে ঠিক ১০০ টাকায় ৩০ দিন মেয়াদি কোন ইন্টারনেট অফার চলমান নেই। 

তবে যে সকল গ্রাহক নিয়মিত ইন্টারনেট অফার ব্যবহার করেন না তাদেরকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করার জন্য গ্রামীণফোন কর্তৃপক্ষ নিয়মিত ভাবে প্রমোশনাল  ইন্টারনেট প্যাকেজ এসএমএস দিয়ে থাকে। 

জিপি প্রমোশনাল এসএমএস এর মাধ্যমে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ও লোভনীয় পেজে ইন্টারনেট প্যাক প্রদান করা হয় কম মূল্যে।

তবে অনেক সময় লক্ষ্য করা যায় এই প্যাকেজ সমূহ গ্রাহকরা শুধুমাত্র একবার ক্রয় করার সুবিধা পেয়ে থাকেন। 

আমি নিজেও গ্রামীনফোনের পক্ষ থেকে ১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ  সম্পর্কে কোন মেসেজ পাইনি। 

FAQS –

কিভাবে জিপি ইন্টারনেট অফার চেক করবেন?

কিভাবে জিপি ইন্টারনেট অফার চেক করতে *১২১*১*৪# ডায়াল করুন।

GP 30 দিনের ইন্টারনেট অফারের কোড কি?

GP 30 দিনের ইন্টারনেট অফারের কোড হচ্ছে *১২১*৩৮৮৮#, কোড টি ডায়াল করে ১০ Mbps স্পিডে আনলিমিটেড ইন্টারনেট পাবেন, মেয়াদ ৩০ দিন।

গ্রামীন সিমের অফার কিভাবে দেখে?

গ্রামীন সিমের অফার কিভাবে দেখেতে গ্রামীন রিটেলারদের সাথে যোগাযোগ করুন। এছাড়াও আপনি মাইজিপি ফ্লেক্সিপ্লান অ্যাপ থেকে দেখতে পারেন এবং কমদামে সেরা ইন্টারনেট অফার কিনতে Deshoffer.com ভিজিট করতে পারেন। 

উপসংহার 

আশা করি  আপনার গুগল সার্চ জিপি ইন্টারনেট অফার ৩০ দিন মেয়াদ প্যাকেজ সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

এই নিবন্ধে আমরা চেষ্টা করেছি আপনাদের গ্রামীন ইন্টারনেট প্যাকেজ ৩০ দিন মেয়াদ ২০২৫ লিস্টে থাকা সকল অফার গুলো নিয়ে আলোচনা করার। 

যদি কোন গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে আপনার বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। 

কমদামে সেরা ইন্টারনেট অফারটি ক্রয় করার জন্য আপনি ভিজিট করতে পারেন আমাদের দেশ অফার অফিসিয়াল ওয়েবসাইট। 

সেইসাথে নিয়মিত সকল আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অথবা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল। 

Leave a Comment